বিশ্বের খ্যাতনামা ওলামাদের সাথে বৈঠক করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান খ্যাতনামা আন্তর্জাতিক আলেমদের সাথে বৈঠক করেছেন। মঙ্গলবার (৮ আগস্ট) প্রেসিডেন্ট ভবনে আলেম-ওলামার সাথে বৈঠকে মিলিত হোন তিনি।

এর আগে রাজকীয় সম্মাননা দিয়ে সকল আলেমকে প্রেসিডেন্ট ভবনে অভ্যর্থনা জানান মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা।

বৈঠকে বিশ্বজুড়ে মুসলিমরা যে সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে এবং এর থেকে নিষ্কৃতির উপায় নিয়ে আলোচনা করা হয়। পারস্পরিক বোঝাপড়া ও মুসলিম বিশ্বের সাথে বন্ধন আরো দৃঢ় করার, নিপীড়নের মুখে আরবদের দেশত্যাগ ও শরণার্থী সমস্যা নিয়েও আলোচনা করা হয়।

মতবিনিময় ও পরামর্শমূলক বৈঠকে ২০ এর অধিক আন্তর্জাতিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন। তন্মধ্যে খ্যাতিমান ও উল্লেখযোগ্যরা হলেন, শায়েখ উসামা আর-রেফায়ী, শায়েখ ওমর আব্দুল কাফী, শায়েখ ডক্টর ইসসাম আল বশির, শায়েখ ডক্টর মহিউদ্দিন আলী আল-কারাহ দাগী, শায়েখ মুহাম্মদ আস-সগীর ও ফিলিস্তিনের শায়েখ মুহাম্মদ রাতিব আন-নাবলুসী।

অন্যদিকে তুর্কি আলেম-ওলামাদের উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান শায়েখ ডক্টর আলি এরবাশ ও ইন্সটিটিউট ফর ইসলামিক থটের প্রেসিডেন্ট প্রফেসর মুহাম্মদ গেরমেজ।

এছাড়া এরদোগানের মন্ত্রীসভার সকলেই এই বৈঠকে উপস্থিত ছিলেন।

 

সূত্র: ইত্তেহাদুল আলমি লিল উলামায়ীল মুসলিমীন

এ জাতীয় আরো সংবাদ

ব্যভিচার কতটা মারাত্মক? কোরআনে যা বলা হয়েছে

নূর নিউজ

যেসব কারণে দোয়া কবুল হয় না

নূর নিউজ

প্রথম বাংলাদেশি হিসেবে সৌদি নাগরিকত্ব পেলেন মুখতার আলম

নূর নিউজ