ডেঙ্গু পজেটিভ, হাসপাতালে ভর্তি হলেন মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মোহাম্মদ ফয়জুল করিম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

৫ আগস্ট (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শায়েখে চরমোনাইয়ের শারিরীক অবস্থা এখন অনেকটা ভালো। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে বিশেষ কারণে হাসপাতালের নাম হাইড রাখা হয়েছে।

শায়েখে চরমোনাইয়ের ছেলে সৈয়দ ফজলুল করিম মুজাহিদ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আব্বুর প্রধান সমস্যা তার ডেঙ্গু পজিটিভ ছিলো এবং প্রসাবে মারাত্মক পর্যায়ের ইনফেকশন। ডেঙ্গুর এমন ভেরিয়েন্ট ছিলো যে দুইবার আগে টেস্ট করার পরেও ধরা পড়েনি। পরবর্তিতে গভীর পর্যবেক্ষণের পর ডাক্তারগণ শিওর হয়েছে যে তার ডেঙ্গু পজেটিভ।

যার কারনে তার রক্তের ভিতর ভয়াবহ সমস্যা হয়েছে হার্ড,কিডনি,লিভারে এফেক্ট করেছে। ডাক্তারগণ বললেন যে, আল্লাহ তায়ালা তাকে সেনসেটিভ এক পরিস্থিতি থেকে নিয়ে এসেছেন।

আলহামদুলিল্লাহ এখন কন্ডিশন অনেক ভালো প্রথমে হার্ড নিয়ে যে ভয়টা ছিলো এনজিওগ্রাম করার যে একটা প্রশ্ন ছিলো সে ভয়টাও নেই এবং অন্যান্য অরগান গুলোও অনেকটা সাভাবিক।’

এ জাতীয় আরো সংবাদ

আগামীকাল ৬২ জন রোহিঙ্গা নেবে যুক্তরাষ্ট্র

নূর নিউজ

ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

৭ আগস্ট ঢাকায় ১৪ দলের সমাবেশ

নূর নিউজ