ঋণ মুক্তির দোয়া

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেক সময় ঋণগ্রস্থ হয়ে পড়ি। প্রকৃত পক্ষে কারো জীবনেই এ ঋণ বা লোনের টাকা সুখের কোনো বার্তা বয়ে আনেনা। আর তাই জীবনে সব সময়ই ঋণ থেমে মুক্ত রাখা উচিত। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরিফে বিশেষ ও কার্যকরি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি এই-

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ

অর্থ : হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহে আমাকে স্বচ্ছলতা দান কর।

এ জাতীয় আরো সংবাদ

পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুনাবলী সৃষ্টির শিক্ষা দেয় 

নূর নিউজ

খাবার প্লেটে শয়তান ভাগ বসায় যেভাবে

নূর নিউজ

জিলহজ মাসের যেসব আমল আল্লাহর অনেক প্রিয়

নূর নিউজ