জুমার দিন যে আমলে ৮০ বছরের গোনাহ মাফ

হযরত আবু হুরায়রা রা. বর্ণিত। রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর স্বস্থানে বসে, কোনো কথাবার্তা না বলে, ৮০ বার নিম্নের দরূদ শরিফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামীন তার ৮০ বছরের পূর্বের ও পরের গুনাহ মাফ দিবেন এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা দিবেন।’ (আফদালুস সালাওয়াত: ২৬)

দরুদটি হলো—

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا

উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহতায়ালা প্রত্যেক মুসলমানকে নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠের তওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরো সংবাদ

ঘরে ইবাদতের জায়গা থাকা কাম্য

নূর নিউজ

শহীদদের স্বরণে মসজিদগুলোতে দোয়া করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

নূর নিউজ

মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ যেভাবে পাপের বিরুদ্ধে সাক্ষ্য দেবে

নূর নিউজ