মহাখালীর ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর মহাখালীতে ১৪ তলা খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। একইসঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তাসহ আগুন নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

মহাখালীতে আগুন : আতঙ্কে ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামছেন অনেকে

সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজে সহযোগিতা করবেন।

এদিকে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে।

মহাখালীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

অপরদিকে আগুন লাগার পর ওই ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে। কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে।

এর আগে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ৭মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ারের এ কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত জানা গেছে ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

‘বই উৎসব’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

দেশে গরু-ছাগলের সংখ্যা বেড়েছে

নূর নিউজ

শীতের বিস্তৃতি হ্রাস পাবে, বৃষ্টির শঙ্কা

নূর নিউজ