পছন্দের জায়গায় সমাবেশের সুযোগ পাচ্ছে দুই দল

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে দেশের দুই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। দল দুটি তাদের পছন্দসই স্থানে সমাবেশ করার অনুমতি পাচ্ছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক ঊধ্বর্তন কর্মকর্তা এমন তথ্যই জানিয়েছেন৷

ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, বড় দল দুটি কোনো ধরনের নাশকতা করবে না বলে আশ্বস্ত করলে শুক্রবার দুপুরে বা বিকালে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়া হতে পারে।

পুলিশ বলছে, জামায়াত ইসলামী ছাড়া বড় দুই দলকেই পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে অনুমতি দেয়া হবে। তবে শাপলা চত্বরে সমবেত হতে পারবে না জামায়াত। তাদেরকে কোনো অনুমতি দেয়া হবে না।

ডিএমপি সূত্রে জানা গেছে, ওই দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। ঢাকার বাইরে থেকে ফোর্স আনা হচ্ছে। কোনো ধরণের দাঙ্গা, হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নিবে। সমাবেশস্থলে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেন, নিরাপত্তার ঝুঁকি আছে, তবে সব কিছু বিবেচনা করে শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। বড় ধরনের সমাবেশ ঘিরে যেকোনো গোষ্ঠী নাশকতা, দুর্ঘটনা ঘটাতে পারে। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় ডিএমপির সক্ষমতা রয়েছে বলেও জনানা পুলিশের এই কর্মকর্তা। এসব বিষয় পুলিশকে মাথায় রাখতে হয়। এজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব কিছু পজিটিভলি দেখে। সম্মানিত নাগরিক, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের প্রগ্রামের বিষয়ে যেমন সেনসিটিভ তেমনই শ্রদ্ধা আছে।

এ জাতীয় আরো সংবাদ

দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে

নূর নিউজ

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে সজাগ থাকার আহ্বান রাষ্ট্রপতির

নূর নিউজ

ঢাকায় বিজেপি বিধায়ক নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

নূর নিউজ