বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ৪১ পুলিশ

রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলেও তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ঢামেক হাসপাতালে আওয়ামী-লীগ, ছাত্রলীগ, যুবলীগের ২৬ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

চরমোনাই পীরের উপর হামলার চেষ্টা

আলাউদ্দিন

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ও তার স্ত্রীর হিসাব স্থগিত

নূর নিউজ

একদিনে সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

নূর নিউজ