পরীক্ষামূলকভাবে চালু হলো ‘মেসেজ টু কমিশনার’

নগরবাসীর অভিযোগ সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে জানাতে ‘মেসেজ টু কমিশনার’ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নগরবাসীর নানা দুর্ভোগের বিষয়গুলো সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এখন থেকে ০১৩২০২০২০২০ ও ০১৩২০১০১০১০ এই দুই নম্বরে ভয়েস ম্যাসেজ বার্তা ও হোয়াটসঅ্যাপে নগরবাসী তাদের অভিযোগ জানাতে পারবেন।

এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে নগরবাসীকে জানিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের আশ্রয় দেবে পোল্যান্ড

নূর নিউজ

চলতি বছর কতজন হজ্বে যেতে পারবেন, তা জানার চেষ্টা করছি : ধর্ম প্রতিমন্ত্রী

আলাউদ্দিন

৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাসে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নূর নিউজ