গাজায় মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়াল

দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজায় দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতি মিনিটে, প্রতি ঘণ্টায় সেখানে প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২ নভেম্বর) তাদের নিয়মিত আপডেটে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো অমানবিক হামলায়— গাজায় ৯ হাজার ৬১ জন মানুষ নিহত হয়েছেন। এরমধ্যে শিশুর সংখ্যা হলো ৩ হাজার ৭৬০ জন।

গত ২৬ দিন ধরে গাজায় অব্যাহতভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গত ২৮ অক্টোবর থেকে তারা স্থল অভিযানও শুরু করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন ৩২ হাজার মানুষ।

এছাড়া আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ ২ হাজার ৬০০ জন নিখোঁজ থাকার তথ্য পেয়েছে। যার মধ্যে শিশু হলো ১ হাজার ১৫০ জন। এসব শিশু হয় নিখোঁজ রয়েছে অথবা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

শুধুমাত্র আজ বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় ২৫৬ জন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১৩৫ স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ইসরায়েলিরা এ সময়ের মধ্যে ২৫টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে।

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজার ১৬টি হাসপাতাল এবং ৩২টি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন— তুরস্কের অর্থায়নে পরিচালিত গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি রক্ষায় যেন তিনি হস্তক্ষেপ করেন।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেনকে ৩৫০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নূর নিউজ

গু’লি’বিদ্ধ শিনজো আবে মারা গেছেন

নূর নিউজ

পাকিস্তান: ভোট চাইতে গিয়ে প্রতিশ্রুতির বন্যা নওয়াজ শরিফের

নূর নিউজ