কাতারে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

সরকার কর্তৃক প্রবাসীদের পাঠানো অর্থ ও বিনিয়োগের নিরাপত্তা প্রদানের নিশ্চয়তার পাশাপাশি বৈধপথে দেশে রেমিট্যান্স প্রেরণের সুফল গণমাধ্যমে প্রচারের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেতে পারে বলে মনে করেন কাতার প্রবাসী কমিউনিটির বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা।

কাতার-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে রাজধানী দোহার ম্যাজিস্টিক হোটেলের বল রুমে ১৩ নভেম্বর রাতে আয়োজিত ‘রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক এ মন্তব্য করেন বক্তারা।

বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ই.এম. আকাশ। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি খান লিটন, এম. সাইফুল আলম, ওমরা ফারুক চৌধুরী ও সফিকুল ইসলাম প্রধান।

খায়রুল আলম সবুজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হক, কাতার-বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা হাজারী, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী. রাজ রাজীব, আল আমিন খান, ফারুক হোসেন মোল্লা ও মুরাদ হোসন।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ থেকে আরও ইমাম-মুয়াজ্জিন নিতে কাতারকে অনুরোধ রাষ্টদূত জসীম উদ্দিনের

নূর নিউজ

কাতারে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশনের সম্মাননা প্রদান

আনসারুল হক

বিমানবন্দরের কার্যক্রম সন্তোষজনক নয় : সালমান এফ রহমান

নূর নিউজ