প্রতিদিনের গুরুত্বপূর্ণ ৩ সুন্নত

কাজের ভিড়ে মানুষ ইবাদতে মগ্ন হতে ও আমল করতে একেবারে ভুলে যান। অথচ দৈনন্দিন ব্যস্ততার পাশাপাশি এমন কিছু আমল করা জরুরি যা সহজ এবং পরকালের আমলনামা ভারি করতে সহায়ক হবে।

এমন কিছু সুন্নত আমল আছে যেগুলোর প্রতি প্রতিদিন গুরুত্ব দিলে পুরো দিন অন্য সব আমল করা সহজ এবং এর মাধ্যমে আমলের প্রতি এক ধরনের ভালোবাসও তৈরি হবে। পারস্পরিক সম্পর্কগুলোও মজবুত হবে। এমন তিনটি সুন্নত আমল হলো-

১. বিশুদ্ধ উচ্চারণে সবার আগে সালাম দেওয়া এবং বেশি বেশি সালাম দেওয়া। সবার মাঝে সালামের প্রচার-প্রসার ঘটানো। (মুসলিম শরিফ, হাদিস, ৫৪, তিরমিজি, হাদিস, ২৬৯৯)

২. প্রতিদিন প্রত্যেক ভালো কাজে ডান দিককে প্রাধান্য দেওয়া। যেমন- মসজিদ ও ঘরে প্রবেশের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং নিম্নমানের কাজের ক্ষেত্রে বাম দিক ব্যবহার করা।

যেমন- মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে বের করা এবং বাম হাতে নাক পরিষ্কার করা, পোশাক খোলার সময় বাম হাত আগে বের করা। (বুখারি, ১৬৮, মুসনাদে আহমাদ, ২৫০৪৩, মুস্তাদরাক হাকেম, ৭৯১)

৩. বেশি বেশি আল্লাহ তায়ালার জিকির করা এবং মাসনূন দোয়া পড়া। (সূরা আহজাব, আয়াত, ৪১, মুস্তাদরাক, হাদিস, ১৮৩৯)

এ জাতীয় আরো সংবাদ

জান্নাতিদের সর্বপ্রথম যে খাবার দেওয়া হবে

নূর নিউজ

স্ত্রীর কবরের পাশে ১৬ বছর ধরে কোরআন তিলাওয়াত করছেন স্বামী

নূর নিউজ

কেন শিক্ষার্থী বাড়ছে মাদরাসায়

নূর নিউজ