যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়; ৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে শক্তিশালী ঝড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া এবং ম্যাসাচুসেটসে ২ জন মারা যায়। এছাড়া প্রচণ্ড বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছে। এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনাতে আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃষ্টিপাতের কারণে গাছ ধসে পড়লে তার নিচে চাপ পড়েন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিএনএন এর খবরে বলা হয়, দেশটির উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানি জমে গেছে। এছাড়া নিউইয়র্ক শহরের উত্তরপশ্চিমে পাঁচ ইঞ্চি বেশি পানি জমেছে।
নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: সিএনএন

এ জাতীয় আরো সংবাদ

দ্বিরাষ্ট্র : নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন বাইডেন

নূর নিউজ

কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ ও বিরক্ত পোপ

নূর নিউজ

সৌদিতে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

নূর নিউজ