বাংলাদেশ-ভারতের নৌ সচিব পর্যায়ের সভা শুরু

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের সভা শুরু হয়েছে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির (আইজিসি) এ সভার প্রথমদিনের কার্যক্রম চলছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। দুই দেশের সচিব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশের পক্ষে সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল এবং ভারতের ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল রয়েছে।

দুই দিনব্যাপী এ সভার প্রথমদিনে আজ প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির (আইজিসি) সভা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) শেখ মো. শরীফ উদ্দিন এনডিসি এবং ভারতের পক্ষে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী সঞ্জয় বন্দ্যোপাধ্যায় নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

এ জাতীয় আরো সংবাদ

লকডাউন দিলে দেশের ক্ষতি হবে, আমরা তা চাই না : স্বাস্থ্যমন্ত্রী

নূর নিউজ

চার দিনের সফরে সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

নূর নিউজ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঝড়বৃষ্টির আশঙ্কা

নূর নিউজ