আফগানিস্তানে মাত্র ১০ হাজার টাকায় বিয়ে

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি যৌথ অনুষ্ঠানে ৫০ জোড়া বর-কনে তাদের বিয়ে সেরেছেন। দরিদ্র দেশটিতে ঐতিহ্যবাহী বিয়ের আকাশ সমান খরচ কমাতে এমন যৌথ অনুষ্ঠান চল হয়ে উঠছে। খবর ভয়েস অব আমেরিকার।

কাবুলের জাঁকালো হলগুলোর একটিতে এই বর কনেরা বিয়েতে আবদ্ধ হন। তবে এতে আয়োজন ছিল কিছুটা আঁটসাঁটঁ। ২০২১ সালের আগস্টে তালিবান ক্ষমতায় আসে ইসলামি হুকুম জারি করে। সেই থেকে তালিবান সরকার নাচ-গানকে দেশটিতে অনৈসলামিক বলে বিবেচনা করে, এবং কঠোরভাবে তা নিষিদ্ধ করে।

১৮ বছর বয়সী রুহুল্লাহ রিজায়ি নামে এক তরুণ বলেন, তিনি একা বিয়ের আয়োজন করতে পারেন না। ঐতিহ্যবাহী বিয়ের আয়োজনে দুই থেকে আড়াই লাখ আফগানিস মুদ্রা খরচ হয়। এখন ১০ হাজার থেকে ১৫ হাজারে হয়ে যাবে।

এ জাতীয় আরো সংবাদ

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত

নূর নিউজ

সুইডেনে ১ হাজার কপি ‘তাহফিজ কুরআন’ পাঠাবেন শায়খ নেছার আহমাদ আন নাছিরী

নূর নিউজ

বিরোধীদের ‘ছদ্মবেশী জোটে’ ভোটারদের না পড়ার আহ্বান এরদোগানের

নূর নিউজ