আফগানিস্তানে মাত্র ১০ হাজার টাকায় বিয়ে

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি যৌথ অনুষ্ঠানে ৫০ জোড়া বর-কনে তাদের বিয়ে সেরেছেন। দরিদ্র দেশটিতে ঐতিহ্যবাহী বিয়ের আকাশ সমান খরচ কমাতে এমন যৌথ অনুষ্ঠান চল হয়ে উঠছে। খবর ভয়েস অব আমেরিকার।

কাবুলের জাঁকালো হলগুলোর একটিতে এই বর কনেরা বিয়েতে আবদ্ধ হন। তবে এতে আয়োজন ছিল কিছুটা আঁটসাঁটঁ। ২০২১ সালের আগস্টে তালিবান ক্ষমতায় আসে ইসলামি হুকুম জারি করে। সেই থেকে তালিবান সরকার নাচ-গানকে দেশটিতে অনৈসলামিক বলে বিবেচনা করে, এবং কঠোরভাবে তা নিষিদ্ধ করে।

১৮ বছর বয়সী রুহুল্লাহ রিজায়ি নামে এক তরুণ বলেন, তিনি একা বিয়ের আয়োজন করতে পারেন না। ঐতিহ্যবাহী বিয়ের আয়োজনে দুই থেকে আড়াই লাখ আফগানিস মুদ্রা খরচ হয়। এখন ১০ হাজার থেকে ১৫ হাজারে হয়ে যাবে।

এ জাতীয় আরো সংবাদ

ফের উত্তপ্ত কাশ্মীর, গোলাগুলিতে নিহত ৩

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে প্রধান দুই দলের সাবেক নেতাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

নূর নিউজ

আগাম নির্বাচনের আগে রাইসি’র স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ মোখবার

নূর নিউজ