নামাজে টুপি খুলে গেলে করণীয়

নামাজে টুপি পরিধান করা সুন্নত এবং অবহেলা করে টুপি পরিধান না করে নামাজ পড়া মাকরুহ। নামাজ পড়া অবস্থায় টুপি মাথা থেকে পড়ে গেলে তা আবার মাথায় উঠিয়ে নেওয়া উত্তম। এক্ষেত্রে নিয়ম হলো, টুপি মাথায় উঠাতে এক হাত ব্যবহার করা। তা হলে নামাজে কোনো সমস্যা হবে না। কিন্তু টুপি উঠাতে দুই হাত ব্যবহার করলে আমলে কাসির হয়ে যাবে। তাতে নামাজ ভেঙে যাবে।

হজরত যুহাইর রহ. বলেন, আমি প্রখ্যাত তাবেই আবু ইসহাক আসসাবিয়িকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়ছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরছেন। (তাবাকাতে ইবনে সাদ : ৬/৩১৪; রদ্দুল মুহতার : ১/৫৮৪, আহসানুল ফতোয়া : ৩/৪২০)

এ জাতীয় আরো সংবাদ

যে কারণে সন্দেহযুক্ত খাবার পরিহার করতেন আকাবিরে দেওবন্দ

নূর নিউজ

সুরা বাকারার শেষ ২ আয়াতের ফজিলত

নূর নিউজ

দেশের সকল শিক্ষা কারিকূলামে বাইতুল মোকাদ্দাসকে পাঠ্যসূচীর অন্তর্ভূক্তি দাবী

নূর নিউজ