সর্বোচ্চ রেমিট্যান্ট প্রেরকদের সম্মাননা প্রদান করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

কাতারে আন্তর্জাতিক অভিবাসী দিবস জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে ৫ জন রেমিট্যান্স যোদ্ধাকে বৈধপথে বছরব্যাপী বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণের জন্য সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসে শ্রমবিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সম্মননা প্রাপ্ত কৃতি প্রবাসীরা হলেন – মোহাম্মদ মিজান উদ্দিন, মোহাম্মদ মাহিন উদ্দিন, জুয়েল মিয়া, মো: রাকিবুল হাসান ও মিজানুর রহমান।

কাতারের রাজধানী দোহা’র এম গ্র্যান্ড হোটেলের বলরুমে সম্মাননা প্রদান করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম

প্রথম সচিব আবদুল্লাহ আল রাজীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদ উল কবির। ILO প্রতিনিধি ম্যাক্স টুনুন, IMO প্রতিনিধি সাবির নায়ার।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাণী প্রাঠ করেন মিশন উপ-প্রধান মো: ওয়ালিউর রহমান, প্রধানমন্ত্রী বাণী পাঠ করেন পাসপোর্ট বিভাগের প্রধান মো: মাহদি হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কাতারস্থ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ।

বক্তারা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ত্যাগ ও দেশের উন্নয়নে অবদানের স্বীকৃতি, অভিবাসী কর্মীদের উপযুক্ত মর্যাদা প্রদানের আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু

নূর নিউজ

বাংলাদেশ প্রেসক্লাব কাতারের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নূর নিউজ

বাংলাদেশ থেকে আরও ইমাম-মুয়াজ্জিন নিতে কাতারকে অনুরোধ রাষ্টদূত জসীম উদ্দিনের

নূর নিউজ