শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

সোমবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

আনোয়ারুল হক কাকার এক্সে লিখেছেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আমি শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। আমি শেখ হাসিনার সফল এক মেয়াদ কামনা করি এবং তার নেতৃত্বে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য উন্মুখ হয়ে আছি।’’

এ জাতীয় আরো সংবাদ

ওমরা পালনকারীদের জন্য চালু হলো ভ্রাম্যমাণ সেলুন পরিষেবা

আনসারুল হক

সৌদিতে ‍দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার শতাধিক

নূর নিউজ

বাংলাদেশ সফর করায় কাতারের আমিরকে কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

নূর নিউজ