সাজানো নির্বাচন বাতিল করে অংশগ্রহণমূলক নতুন নির্বাচন দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, নূর নিউজ 

গণতন্ত্র ফিরিয়ে আনতে সাজানো নির্বাচন বাতিল করে অংশগ্রহণমূলক নতুন নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এসময় দলটির নেতারা বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোন বিকল্প নেই। সরকারের অনুগত দলগুলোও নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছে। তাই দেশের গণতন্ত্রের স্বার্থে দল নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের বিকল্প নেই বলেও জানান তিনি।

এছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, মাওলানা আহমদ আলী কাসেমী, খন্দকার সাইফুদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

মামুনুল হকের ‘সমালোচনা’ করে গ্রেফতার হওয়া সেই ঝুমন কারামুক্ত

নূর নিউজ

বাঙালি জাতি পদ্মা সেতু উদ্বোধনের জন্য অপেক্ষায়

নূর নিউজ

কেন ৫ শতাংশ বেতন বৃদ্ধি, জানালেন পরিকল্পনামন্ত্রী

নূর নিউজ