পাকিস্তান: ভোট চাইতে গিয়ে প্রতিশ্রুতির বন্যা নওয়াজ শরিফের

পাকিস্তান পৌঁছে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অর্থনীতিকে আবার চাঙ্গা করার কথা বলে ভোট চাইছেন তিনি।

সোমবার এক জনসভায় নওয়াজ বলেছেন, পাকিস্তানকে উন্নয়নের পথে নিতে হলে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। শরিফের দাবি, তিনিই এই কাজ সুচারুভাবে করতে পারেন।

নওয়াজ শরিফ বলেছেন, ‘২০১৩ সালের পর আপনাদের সামনে আসতে পেরে আমার ভালো লাগছে। কিন্তু যখন দেশের আর্থিক অবস্থা দেখছি, তখনই আমার এই আনন্দ চলে যাচ্ছে। দেশ একটা আর্থিক সংকটের মধ্য়ে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ।’

নওয়াজের দাবি, ‘যদি পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ তার বিরুদ্ধে রায় না দিত, তাহলে দেশের এই অবস্থা হতো না। আমি এই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে পারব। আমি ক্ষমতা ছাড়ার পর থেকে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণহীন জায়গায় পৌঁছে গেছে।’

নওয়াজ জানিয়েছেন, ‘আমি এখানে নির্বাচনে লড়তে এসেছি। আপনাদের ভোট ভিক্ষা করতে এসেছি। দেশের সমৃদ্ধি চাইলে আমাকে ভোট দিন।’

ইমরান খানের নাম না করে দেশের অর্থনীতির বেহাল অবস্থার জন্য সাবেক ক্রিকেটার প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন নওয়াজ। তিনি বলেছেন, ‘আমি যখন জেলে ও লন্ডনে ছিলাম, তখন দেশকে লুট করা হয়েছে।’

নওয়াজ বলেছেন, তিনি ক্ষমতায় এলে দেশের কোনও তরুণ বেকার থাকবেন না। সকলে কম দামে বিদ্যুৎ, পানি, গ্য়াস ও সবজি পাবেন।

এ জাতীয় আরো সংবাদ

রাশিয়াজুড়ে পুতিনের পতনের গুঞ্জন

নূর নিউজ

ইতিহাসের প্রথম মুসলিম হিসেবে হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি কাশ্মীরি কন্যা সামিরা

আলাউদ্দিন

গাজায় ধ্বংসপ্রাপ্ত মসজিদে ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের

নূর নিউজ