পথ হারিয়েছে আমেরিকা, বললেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা পথ হারিয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের খবরে বলা হয়, নেভাদায় এক সমাবেশে উপস্থিতদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারি না।

বাইডেন প্রশাসন আমেরিকাকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি। এ সময় তিনি বর্তমান প্রেসিডেন্টকে অযোগ্য বলেও কটাক্ষ করেন।

এর আগে ট্রাম্প বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের দেশকে ঘৃণা করার অভিযোগও তুলেছিলেন। সূত্র: তাস

এ জাতীয় আরো সংবাদ

শাটডাউন এড়ানোয় বাইডেন খুশি, তবে ইউক্রেনকে দিতে চান ২৪০০ কোটি ডলারের সহায়তা

নূর নিউজ

বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী

নূর নিউজ

ট্রাম্পের ইউটিউব চ্যানেল স্থগিত

আনসারুল হক