কাল সারাদেশে ২৯৪টি কেন্দ্রে শুরু হচ্ছে দাওয়ায়ে হাদিসের পরীক্ষা

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের কওমি মাদরাসার মাস্টার্স সমমান দাওরায়ে হাদিস পরীক্ষা। সারাদেশে ২৯৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ অথরিটি  ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে এ পরীক্ষা  চলবে ৩ মার্চ রবিবার পর্যন্ত।

৬ টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে মোট ৩১ হাজার ৯ শত ৯৯ জন শিক্ষার্থী।

হাইয়াতুল উলইয়ার অধীনে ৬টি শিক্ষা বোর্ড হল- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড।

পরীক্ষানিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত প্রকাশিত রুটিন থেকে রুটিন থেকে জানা যায়, ‘ প্রতিদিন সকাল ৯.০০ (নয়টা) হতে ১২.৩০ (সাড়ে বারোটা) এবং শুক্রবার সকাল ৮ টা হতে ১১.৩০ টা (৩.৩০ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের অফিস ব্যবস্থাপক  মু: অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ১১ শা’বান ১৪৪৫ হিজরী, ২২ ফেব্রুয়ারি ২০২৪ ঈসাব্দ, বৃহস্পতিবার থেকে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা কেন্দ্র ২৯৪টি। পরীক্ষার্থী সর্বমোট ৩১৯৯৯; ছাত্র ১৭১৪৫, ছাত্রী ১৪৮৫৪’।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান উলামায়ে কেরাম, তালাবায়ে এজাম ও দেশবাসী সকল মুসলিম ভাই-বোনদের নিকট বিশেষভাবে দুআর আবেদন করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সয়াবিন তেল কেনার প্রস্তাবটি অনুমোদন পায়। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৮৪ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। তিনি জানান, সুং শিং এডিবল অয়েলের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। সাঈদ মাহবুব খান জানান, এছাড়া সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।

নূর নিউজ

তাবলিগ জামাতের ‘জোড় ইজতেমা’য় যেভাবে যাবেন

নূর নিউজ

ভারতীয় মুসলিমদের যে আহ্বান জানালেন মুসলিম ল’ বোর্ডের সভাপতি

নূর নিউজ