রমজানে মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত-সহ বিশ্বের বহু দেশে মাহে রমজান শুরু হয়েছে। আর পবিত্র এই মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি সারা বিশ্বের মুসলমানদের জন্য মহিমান্বিত ও শান্তিপূর্ণ রমজান কামনা করেছেন। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেন, ‘সূর্যাস্তের পর থেকে আজ রাতে কানাডা এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাস শুরু করবে। আসন্ন সপ্তাহগুলোতে মুসলিমদের পরিবার এবং তাদের বন্ধুরা প্রার্থনা করতে এবং মহত্ত্ব ও উদারতা প্রদর্শনে একত্রিত হবে। সূর্যাস্তের সময় তারা ইফতারের জন্য জড়ো হবে। যেখানেই পালন করা হোক না কেন, রমজান সর্বদাই সহানুভূতি, কৃতজ্ঞতা এবং পরিবারের মূল্যবোধকে সম্মান করার একটি সুযোগ সামনে এনে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জন্য মুসলিম কানাডিয়ানরা যে অমূল্য অবদান রেখেছেন – এবং রেখে চলেছেন – রমজান আমাদের সকলের জন্য সেটিকেই স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ। প্রায় ১৮ লাখ মুসলমান কানাডাকে তাদের বাড়ি বলে থাকেন এবং তাদের কারণে আমাদের দেশ আরও সমৃদ্ধ।’

জাস্টিন ট্রুডো বলেন, ‘চলতি বছর পবিত্র এই মাসটি একটি বিশেষ চ্যালেঞ্জিং সময়ে আমাদের সামনে এসেছে। কারণ গাজায় মানবিক সংকট অব্যাহত রয়েছে। গাজায় একটি টেকসই যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ত্রাণ সরবরাহে নিরাপদ, নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে কানাডা আবারও আহ্বান জানিয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু মুসলিম সম্প্রদায় রমজানকে উদারতা এবং সহানুভূতির সাথে পালন করে, আমরা আমাদের সম্মিলিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে, যেখানেই ইসলামফোবিয়া, বর্ণবাদ এবং ঘৃণামূলক ঘটনা ঘটবে, সেগুলোর বিরুদ্ধে সেখানেই দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

জাস্টিন ট্রুডো আরও বলেন, ‘কানাডা সরকারের পক্ষ থেকে আমি কানাডাজুড়ে মুসলিম সম্প্রদায়কে একটি মহিমান্বিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করছি।’

এদিকে রোববার গভীর রাতে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছে বিশ্বের কোটি কোটি মুসলমান। এর আগে রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়। এর মাধ্যমে সৌদি আরব-সহ বিশ্বের বহু দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

ইসলামি ক্যালেন্ডারে সাধারণত মাস ২৯ বা ৩০ দিনের হয় এবং মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে। যে কারণে রমজান মাস কোন দিন শুরু হবে তা আগে থেকে নির্দিষ্টভাবে বলা যায় না।

উল্লেখ্য, ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশি আলেমের হাতে ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার

নূর নিউজ

ঈদুল আজহা উপলক্ষে ৯৮৮ বন্দী মুক্তি দিচ্ছে আরব আমিরাত

নূর নিউজ

আবারও কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন বাংলাদেশি দুই হাফেজ

নূর নিউজ