কাতারে কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আমিনুল হক কাজল কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে কুমিল্লা সমিতি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন।

বক্তব্য রাখেন প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম, দূতাবাসের নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. খায়ের উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতিমণ্ডলীর সদস্য সফিকুল ইসলাম তালুকদার বাবু, জসিম উদ্দিন আহমেদ দুলাল, হাজী বাসার সরকার, বাংলাদেশ কমিউনিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আমিনুল হক, ব্যাংকার শাহাদাৎ হোসেন নাসির, আবদুর রাজ্জাক ও আবদুল মালেক।

ইফতার মাহফিল ব্যবস্থাপনায় জড়িতদের মধ্যে অন্যতম হচ্ছেন জালাল হাছান, আয়ুব আলী, বায়েজিদ হোসেন শামীম, নোমান ইউসুফ, বাছির খানসহ আরও অনেকে।

কুমিল্লা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন আঞ্চলিক সমিতিকে দেওয়া হয় শুভেচ্ছা স্বরূপ সমিতির লগো খঁচিত মগ।

মুফতি ফজলুর রহমান ত্বোহার ইসলামি আলোচনা ও দোয়া শেষে ইফতার গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে

এ জাতীয় আরো সংবাদ

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি

নূর নিউজ

২১ দিনে ১২ হাজার কোটি টাকার বেশি পাঠিয়েছেন প্রবাসীরা

নূর নিউজ

ভ্যাকসিন নিতে অন্যের পাসপোর্ট ব্যবহার, মালয়েশিয়া প্রবাসীকে ৯ মাসের কারাদণ্ড

নূর নিউজ