ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।

রবিবার (২৪ মার্চ) ফিলিস্তিনের ফাতাহ মুভমেন্টের সেক্রেটারি জেনারেল জিবরাইল আল-রজবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ও ফাতাহ মুভমেন্ট‘র মহাসচিব গাজা উপত্যকায় চলমান সংঘাত নিয়ে মতবিনিময় করেন।

ড. হাছান মাহমুদ গাজা উপত্যকায় কঠিন মানবিক পরিস্থিতিতে শিশু ও নারীসহ বেসামরিক হতাহত এবং সেখানকার মানুষের কষ্টের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমন্বিত প্রচেষ্টার আহবান জানান।

এছাড়া, গাজা ও পশ্চিম তীরে পর্যাপ্ত মানবিক প্রবেশাধিকারসহ অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এ জাতীয় আরো সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে ইতিবাচক মিয়ানমার, মোদির সাথে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাত

নূর নিউজ

ডামি নির্বাচন বাতিল করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে

নূর নিউজ

খলেদা জিয়াকে যদি স্লো পয়জন দেওয়া হয়, সেটা বিএনপির নেতারাই দিয়েছে

নূর নিউজ