ঈদ ও পয়লা বৈশাখ ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ ও পয়লা বৈশাখকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি।

ঈদের ছুটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ এপ্রিল ঐচ্ছিক ছুটির সুযোগ থাকবে। এর ফলে যানজট তেমন হবে না। ঈদের আগেই মালিকরা পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ছুটি ধাপে ধাপে দেওয়ার বিষয়টিও মালিকদের বলা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্ষবরণের অনুষ্ঠান উন্মুক্ত স্থানে রাখতেই সন্ধ্যার পরে কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সংলাপকে ‘ফাঁদ’ মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নূর নিউজ

ভারত থেকে দলে দলে রোহিঙ্গা চলে আসায় উদ্বিগ্ন ঢাকা

নূর নিউজ

সংস্কার বাস্তবায়ন ও ভোটার তালিকা তৈরির পর নির্বাচন : ইউনূস

নূর নিউজ