পিতা কি সন্তানকে যাকাত দিতে পারবে ?

যাকাত ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ তায়ালা মুসলমানদের উপর যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ তায়ালা এরশাদ করেছেন- ‘নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো।’ (বাকারা: ১১০)

ইসলামের এই মহান হুকুম পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। যেগুলোর প্রতি লক্ষ না করলে যাকাত আদায় হয় না। তন্মধ্যে একটি হলো, যোগ্য ব্যক্তিকে যাকাত প্রদান করা। ইসলাম এক্ষেত্রে কিছু ব্যক্তি নির্ধারণ করে দিয়েছে।

যাকাত পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও তাদের যাকাত দেওয়া বৈধ নয়। তাদের মধ্যে কেউ কেউ যাকাতদাতার ঘনিষ্ঠ ও রক্ত সম্পর্কীয় আত্মীয়।

ছেলে-মেয়েকে নিজের যাকাত দেওয়া যায় না। এমনকি তারা গরীব হলেও তাদের নিজের যাকাত দেওয়া জায়েজ নয়। তাদের যাকাত দিলে যাকাত আদায় হবে না। তাই তারা গরীব-অসহায় হলে তাদের যাকাত-ফিতরা ছাড়া অন্য সম্পদ দ্বারা সহযোগিত করতে হবে।

সূত্র: কিতাবুল আছল ২/১২৪; বাদায়েউস সানায়ে ২/১৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; ফাতহুল কাদীর ২/২০৯

এ জাতীয় আরো সংবাদ

গুনাহকে তুচ্ছ মনে করার ক্ষতি

নূর নিউজ

ইতিকাফের বিধি-বিধান

আনসারুল হক

রোজা ভাঙে না যেসব কারণে

নূর নিউজ