এসির বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে

যেভাবে এসি চালালে বিদ্যুৎ বিল কম আসতে পারে চলুন জেনে নেওয়া যাক;

১. এসির নিয়মিত সার্ভিসিং খুবই জরুরী। এসির ফিল্টারটি নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই পরিষ্কার করতে হবে। এজন্য ভালো নির্ভরযোগ্য টেকনিশিয়ান/কোম্পানি দিয়ে কাজ করান।

২. খুব বেশি পুরনো এসিগুলো সাধারণত বিদ্যুৎ সাশ্রয়ী হয় না। তাই এসি বেশি পুরনো হয়ে গেলে তা বদলে নেয়াই ভালো।

৩. ঘরে তাপ ঢোকার উৎসগুলি দিনের বেলা বন্ধ রাখুন।

৪. এসিতে টাইমার ব্যবহার করতে পারেন, যাতে ঘর ঠাণ্ডা হয়ে গেলে যন্ত্রটি নিজে থেকেই বন্ধ হয়ে যায় ।

৫. এসির তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে।

৬. রাতে স্লিপ মোডে এসি চালান অথবা শেষ রাত্রে এসি বন্ধ করে দেওয়ার অভ্যাস তৈরি করুন। তাতে বিদ্যুৎ অপচয় কমবে।

৭. একটানা ৪/৫ ঘণ্টা এসি চললে, পরবর্তী কিছুক্ষণ এসি ছাড়া থাকাই যায়। প্রয়োজনে সেই সময়টুকু ঘরের সিলিং ফ্যানটি ব্যবহার করুন।

এ জাতীয় আরো সংবাদ

মাদানী নেসাব ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত সিলেবাসে সুনাম কুড়িয়েছে মাদরাসাতুল মাআরিফ

নূর নিউজ

জনপ্রিয় লেখক তৈরি না হলে হুমকির মুখে পড়বে বাঙালির সভ্যতা ও সংস্কৃতি

নূর নিউজ

বাংলাদেশী অধ্যাপকের বই স্থান পেলো মসজিদুল হারামের মাকতাবায়

নূর নিউজ