কাতারে বাংলা নববর্ষকে বরণ করলো আকাশ মিডিয়া ভুবন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

১লা বৈশাখ রোববার সন্ধ্যায় আবহমান বাংলার ঐতিহ্যবাহী উৎসব বাংলা নববর্ষক ১৪৩১ কে আনুষ্ঠানিকভাবে বরণ করতে কাতারের রাজধানীর বাণিজ্যিক এলাকা নাজমার রোজ বাংলা রেস্টুরেন্টে জড়ো হয় এক ঝাঁক প্রবাসী বাংলাদেশী।

আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক ই.এম. আকাশ। আমিন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কমিউনিটি নেতা শফিকুল ইসলাম প্রধান, শহিদ পরিবারের সন্তান সৈয়দ আনামিয়া, বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি ও আকাশ মিডিয়া ভুবনের উপদেষ্টা জাকির হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, ইসমাইল খন্দকার, প্রবাসী কবি মোখলেসুর রহমান, তরুণ উদ্যোক্তা কোরবান আলী রাসেল, প্রিন্স মোহাম্মদ ইয়াসিন, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান ও সাবেক ফুটবল খেলোয়াড় আনোয়ার হোসেন লিটু।

এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ইউসুফ পাটোয়ারি লিংকন, কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন বেপারী, দোলন খান, কবির হোসেন, সেলিম সরকার জিসান, হাসান কবির শাওন প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জয়যাত্রা টিভির কাতার প্রতিনিধি মোশারফ হোসেন জনি, বিডি ক্রাইম টাইমস এর কাতার প্রতিনিধি মোস্তাক আহমদ বাপ্পি, সাংবাদিক সাদ্দাম হোসেন, ফিরোজ, সোহেল খান, ওবায়দুল প্রমুখ৷

বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পান্তা ইলিশ ও হরেক রকমের ভর্তা দিয়ে রাতের বিশেষ খাবার। পান্তাইলিশ খেয়ে শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।এক মন্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘কয়েক বছর পরে পান্তাইলিশ খেলাম প্রবাসের মাটিতে তাও আবার বর্ষবরণ বলে কথা।’

পান্তাইলিশ খেয়ে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী মন্তব্য করেন, ‘দীর্ঘদিন পর পান্তাইলিশ খেতে পেরে মনে হয় বাংলাদেশে আছি।’ এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান তিনি৷

পহেলা বৈশাখ উপলক্ষে ছিল বিশেষ রাফেল ড্র তাও আবার উন্মুক্ত, কাতারের জনপ্রিয় সাইন গোল্ড ও ডায়মন্ডের পক্ষ থেকে লটারীরর মাধ্যমে বিশেষ উপহার বিজয়ী হয়েছেন কয়েকজন ভাগ্যবান প্রবাসী।

 

বিদেশি অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক আশরাফ সিদ্দিকী ও মোঃ হারুন৷

 

এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্য বলেন, আকাশ মিডিয়া ভুবন এর আয়োজনকে স্বাগতম জানাই কাতারে

পহেলা বৈশাখের এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। এ সময়ে রাষ্ট্রদূত আকাশ মিডিয়া ভুবনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আগত অতিথি ও প্রবাসীদের মাঝে আলোচনা করেন। রাষ্ট্রদূত পরিশেষে বলেন, কাতারের আমির বাংলাদেশে যাবেন তাই কাতারের সবাই

বাংলাদেশের মান সম্মানকে ধরে রাখবেন। যাতে কোনোভাবে দেশের ভাবমূর্তি নষ্ট না হয়। পরে পুরস্কার বিতরণ ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে পররাষ্ট্র মন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন

নূর নিউজ

রমজানে ৮৬০০জনকে ইফতার করিয়েছে আল নূর কালচারাল সেন্টার; ঈদ সমাবেশে মাওলানা ইউসুফ নূর

নূর নিউজ

স্বাধীনতা দিবস উপলক্ষে কাতার আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

নূর নিউজ