একটি ভুল বিশ্বাস : কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি আঙুল পচে যায়?

কারো কবর দেখাতে গিয়ে যদি কেউ আঙুল দিয়ে ইশারা করে দেখায় যে, ঐটা অমুকের কবর তাহলে কিছু মানুষকে বলতে শোনা যায়- কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করতে নেই, আঙুল পচে যাবে।

এটি একটি ভুল বিশ্বাস, যা অজ্ঞতাবশত মানুষ বলে থাকে। এর কোনো ভিত্তি নেই। এ ধারণা বর্জন করা উচিত।

উৎস, মাসিক আলকাউসার।

এ জাতীয় আরো সংবাদ

নবিজি সা. দিনের শুরুতে যে দোয়া পড়তেন

নূর নিউজ

মিরাস বণ্টন, এক আরবের ঘটনা এবং শিক্ষণীয় কিছু বিষয়: মাওলানা আব্দুল মালেক

নূর নিউজ

সূরা যিলযালে কিয়ামতের যে বর্ণনা তুলে ধরা হয়েছে

নূর নিউজ