আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে বাংলাদেশির মৃত্যু

আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে রুহুল আমিন (৩৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন। ওই প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে থাকতেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

রোববার (১২ মে) দুপুরে সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

রুহুল আমিনের বাবার নাম হেদায়েত উল্যাহ। তার বাড়িতে মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।

সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী বলেন, দুবাই থেকে আমেরিকা যাওয়ার পথে রুহুল আমিন মেক্সিকো ও আমেরিকার সীমান্তে অসুস্থ হয়ে মারা গেছেন। সেখানে অবস্থানরত এক আত্মীয় বিষয়টি পরিবারকে জানিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। পরে আমেরিকা যাওয়ার স্বপ্নে অনেক টাকা ঋণ করেন। কিন্তু আমেরিকায় প্রবেশের আগেই মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা যান। এখন তার মরদেহ দেশে আনতে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন স্বজনরা।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে শপিং মলে ১২ বছরের কম শিশুদের প্রবেশ নিষিদ্ধ

নূর নিউজ

কাতারে আওয়ামী লীগের মাতৃভাষা দিবস উদযাপন

নূর নিউজ

‘আলেম ও আধুনিক শিক্ষিতদের বিভাজন ঔপনিবেশিক ষড়যন্ত্র’

আলাউদ্দিন