গোস্ত কমবেশি করে বন্টন করলে কুরবানি সহিহ হবে ?

প্রশ্ন: অনেকে কুরবানির পশু জবাই করার পর দেখা যায় স্বীয় পশুর বিভিন্ন অংশ অর্থাৎ কলিজা, মস্তক, গুরুত্বপূর্ণ অংশগুলো প্রথমেই আলাদা করে ঘরে নিয়ে যায় তারপর গোশত সমূহ বন্টন করে। এমতাবস্থায় গুরুত্বপূর্ণ অংশগুলো আলাদা করে নেওয়ার পর বণ্টন করলে কি কুরবানি সহিহ হবে? মেহেরবানি করে জানিয়ে উপকৃত করবেন।

উত্তর: যদি এক পরিবারে কুরবানি হয়ে থাকে, তাহলে সকলে সম্মত থাকলে এভাবে বন্টনে কোন সমস্যা নেই।

এছাড়া যদি একাধিক পরিবারে হয়ে থাকে, তাহলে যদি অন্যান্য শরীকরা মাথা, পাসহ কিছু অঙ্গের বন্টন বিষয়ে কমবেশি করাতে খুশি মনে সম্মত থাকে, তাহলেও এমন বন্টনে কোন সমস্যা নেই। কিন্তু কোন শরীক যদি এতে সম্মত না হয়, তাহলে এভাবে বন্টন করা জায়েজ হবে না। বরং সমভাবে বন্টন করতে হবে।

আর বন্টনের সাথে কুরবানি শুদ্ধ হওয়া বা না হওয়ার কোন সম্পর্ক নেই।

সূত্র: ফতোয়ায়ে হিন্দিয়া-৫/৩০০, আদ্দুররুল মুখতার-৯/৪৬০, মাজমাউল আনহার-৪/১৬৮, আল বাহরুর রায়েক-৮/৩১৯।

এ জাতীয় আরো সংবাদ

একই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

নূর নিউজ

মক্কা ও মদিনায় আজ জুমা পড়াবেন যারা

নূর নিউজ

ঈদে মিলাদুন্নবী উদযাপন ও কিছু কথা

আনসারুল হক