মহাকাশে ১ হাজার দিন কাটানোর রেকর্ড রশ সাংবাদিকের

বাসস : রাশিয়ান স্পেস এজেন্সি’র (রসকসমস) মহাকাশচারী স্কোয়াডের কমান্ডার ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) তাস’র বিশেষ সংবাদদাতা ওলেগ কোনোনেনকো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সামগ্রিকভাবে ১ হাজার দিন পৃথিবীর কক্ষপথে আইএসএস-এ কাটিয়েছেন।
রসকসমস প্রেস অফিস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ ০০:০০:২০ মস্কোর স্থানীয় সময়, রসকসমস স্টেট কর্পোরেশন মহাকাশচারী ওলেগ কোনোনেনকো যিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করছেন, তিনি মোট স্পেসফ্লাইট সময়কালের পরিপ্রেক্ষিতে বিশ্বে প্রথমবারের মতো মহাকাশে অবস্থানের ১ হাজার দিনের রেকর্ড গড়েছেন।’

এ জাতীয় আরো সংবাদ

সাংবাদিক শিরিনের শেষকৃত্যানুষ্ঠানে ইসরাইলি বাধায় বিরক্ত জাতিসংঘ

নূর নিউজ

যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে, গুতেরেসকে প্রধানমন্ত্রী

নূর নিউজ

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

নূর নিউজ