সাপের ক্ষতিকর বিষয়ে ইসলামের নির্দেশনা

মুফতী মোহাম্মদ এনামুল হাসান

দেশের বিভিন্নস্থানে রাসেল ভাইপার নামক একপ্রকার সাপের খবর পাওয়া যাচ্ছে। সল্প সময়ে তার আনাগোনা ও বেড়েছে। সেইসাথে দেশের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতংক। ইতিমধ্যেই এই সাপের দংশনে বেশ কয়েকজনের মৃত্যুর সংবাদ ও পাওয়া গেছে। শোনা যাচ্ছে যে, এই সাপ দংশন করলে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

আল্লাহতায়ালার সৃষ্টির মধ্যে সাপ অন্যতম এক সৃষ্টি। সাপ সম্পর্কে পবিত্র কুরআন শরীফ ও হাদিসে আলোকপাত রয়েছে।

তাই সাপ মারার আগে আমাদের করণীয় হলো সেই সাপ আমাদের কোনো প্রকারের ক্ষতি করবে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া।

আমাদের নবী মোহাম্মদ (সাঃ) সাপের বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন।

কখনো এদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে প্রয়োজনবোধে হত্যা করার নির্দেশ ও দিয়েছেন।

হুজুর (সা:) এরশাদ করেছেন যে, কোনো সাপ মারার আগে ৩ বার তাকে সাবধান করবে। এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে। ( আবু দাউদ শরীফ)

নবী মোহাম্মদ (সাঃ) বলেন, নামাজরত অবস্থায় ও তোমরা কালো সাপ ও কালো বিচ্ছু হত্যা কর।(আবু দাউদ শরীফ)।

হজরত সালিম তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, নবী মোহাম্মদ (সাঃ) এরশাদ করেছেন যে, তোমরা সেই সাপ মারবে, যার পিঠে দুটি সাদা রেখা রয়েছে, এবং যার লেজ নেই। কেননা, এরা বিষধর হওয়ার কারণে দৃষ্টিশক্তি নষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয়। (আবু দাউদ শরীফ) ।

আল্লাহতায়ালা আমাদের সকলকে সকল প্রকার ক্ষতিকর সাপ বিচ্ছু সহ অন্যান্য প্রাণীর ক্ষতি থেকে হেফাজত করুন। আমীন।

এ জাতীয় আরো সংবাদ

রাতের তাপমাত্রা বাড়ার আভাস

নূর নিউজ

চিকিৎসক সুরক্ষার দায়িত্ব আমার, কিন্তু রোগীর জন্য ভালো সেবা চাই: ডা. সামন্ত লাল সেন

নূর নিউজ

দ্য প্রিন্টের মূল্যায়ন: ভারতের সব ডিম শেখ হাসিনার ঝুড়িতে

নূর নিউজ