মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ ফেসবুক

মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। শুক্রবার দুপুর ১২টার পর থেকে বিভিন্ন জায়গা থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকের সঙ্গে মোবাইল নেটওয়ার্কে অনেকে টেলিগ্রাম ব্যবহার করতে পারছেন না বলেও জানা যাচ্ছে।

তবে ব্রডব্যান্ড সংযোগে স্বাভাবিকভাবে চলছে ফেসবুক।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে তা চালু হয়।

এদিকে আজ দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মিছিলের খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরো সংবাদ

ভাষার বৈচিত্র্য সংরক্ষণে রাষ্ট্রদূত মুশফিকের দৃঢ় আহ্বান

Sufian Farabee

আসিফকে চাকরিচ্যুতি, যে কারণ জানাল ব্র্যাক ইউনিভার্সিটি

নূর নিউজ

এলপিজির দাম বেড়েছে

নূর নিউজ