মন্ত্রণালয়ের কাজকে গতিশীল ও জনবান্ধব করার নির্দেশ কৃষি উপদেষ্টার

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বতীকালীন সরকারের নবনিযুক্ত কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী। এ সময় তিনি কর্মকর্তাদের মন্ত্রণালয়ের কাজকে গতিশীল ও জনবান্ধব করার জন্য নির্দেশ দেন।

রোববার (১৮ আগস্ট) সকালে কৃষি মন্ত্রণালয়ে আসেন তিনি। প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী গত শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ

নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে কাজ করুন: স্কাউট নেতৃবৃন্দকে রাষ্ট্রপতি

নূর নিউজ

গাজীপুর সিটি নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে জনগণ রাজপথে নেমে আসবে

নূর নিউজ

অশিক্ষিতদের হাতে বাংলাদেশ চলতে পারে না: প্রধানমন্ত্রী

নূর নিউজ