ছোট বহর নিয়ে জাতিসংঘে যাবেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাদের কাজ আছে শুধু তাদের একটি ছোট বহর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, একটা ছোট প্রতিনিধিদল যাবে নিউইয়র্কে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাবো না। তিনি যত কম সময়ে সেখান থেকে কাজ শেষ করতে পারবেন সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

প্রতিনিধিদলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধিদল যাবে। একেবারে যাদের কাজ আছে শুধু তারাই যাবে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে নিউইয়র্ক।

 

এ জাতীয় আরো সংবাদ

তৃণমূল নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের: ভয় পাবেন না, প্রস্তুত হোন

নূর নিউজ

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

উৎপাদনশীলতা বাড়াতে পরিকল্পনা গ্রহণ করতে হবে: প্রধানমন্ত্রী

নূর নিউজ