‘শিক্ষাব্যবস্থা ও কুর‌আন সুন্নাহ বিরোধী আইনের প্রশ্নে কোনো আপোষ চলবে না’

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, শিক্ষাব্যবস্থা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন আমরা বরদাশত করব না নাস্তিক্যবাদকেও বরদাশত করব না। শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মুরতাদদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের আগামীদিনের শিক্ষাব্যবস্থা তৈরি করার উদ্যোগ নিয়েছেন, সেসকল নাস্তিক মুরতাদদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে। শিক্ষাব্যবস্থা ও কুর‌আন সুন্নাহ বিরোধী আইনের প্রশ্নে কোনো আপোষ চলবে না।

আজ (২৬ সেপ্টেম্বর’২৪, বৃহস্পতিবার) বাদ জুহর বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদ ও আহতদের জন্য দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে এসব বলেন মাওলানা মামুনুল হক।

জেলা সভাপতি সভাপতি মাওলানা হাবিবুর রহমান কাসেমীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তফসিলের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ

নূর নিউজ

জনগণের রায় মেনে নেওয়ার সাহস আ.লীগের নেই: এ্যানি

নূর নিউজ

বিদ্যুৎ ও বাণিজ্য প্রতিমন্ত্রীকে শোধরানোর আল্টিমেটাম হাসানাত আমিনীর

আনসারুল হক