দুই দিন পেছালো ইসলামি বইমেলা

দুই দিন পিছিয়ে বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলার তারিখ আগামী ২২ অক্টোবর মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকালে বইমেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক মিসেস রাশিদা আক্তার সূত্রে আওয়ার ইসলাম আজ রবিবার (২০ অক্টোবর) সন্ধায় নিশ্চিত হয়েছে।

ইফার মেলা কমিটির আহ্বায়ক রাশিদা আক্তার জানান, ইসলামি বইমেলা শুরু হবে ২২ শে অক্টোবর-২০২৪, মঙ্গলবার।

দুই দিন পেছানোর কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, পিপারেশনের একটু ঘাটতি ছিল, তাছাড়া আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় (ধর্ম উপদেষ্টা ড. আ ম ফ খালিদ হোসেন) ২২ তারিখ বিকালে মেলা উদ্বোধন করার সময় দিয়েছেন।

এর আগে গত রবিবার (১৩ অক্টোবর) তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন, ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা আগামী ২০ অক্টোবর-২০২৪ শুরু হবে। আমাদের ইচ্ছে আছে এবারের বইমেলা ২০ দিনব্যাপী করার। পরের মাসের (নভেম্বর) ১০ তারিখ পর্যন্ত শেষ করার ইচ্ছে।’

জানা গেছে, এবারের বই মেলা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরের পরিবর্তে পূর্ব সাহানের উন্মুক্ত চত্বরে স্থানান্তরের সিদ্ধান্ত দেয়া হয়। এবারের বইমেলায় (৮৫টি) স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের পর স্টল ভাগাভাগির জন্য সবার সম্মুখে প্রকাশ্যে লটারি করা হয়েছে। মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে—লেখক কর্ণার, মোড়ক উন্মোচন কর্ণার এবং থাকছে কালচার প্রোগ্রাম স্টেজ।

এ জাতীয় আরো সংবাদ

নামাজে দুই সেজদার মাঝে যে দোয়া পড়তেন নবীজি সা.

নূর নিউজ

কোরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা কোনটি?

নূর নিউজ

ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধুলে কি পাক হবে?

নূর নিউজ