যেসব কারণে দোয়া কবুল হয় না

বিখ্যাত বুজুর্গ হজরত ইবরাহিম বিন আদহাম রহ. একবার তিনি বসরার বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে ধরল। তাকে বলল, ‘আমরা দোয়া করি, কিন্তু কবুল হয় না। আমাদের এমন অবস্থা কেন?’

উত্তরে তিনি বললেন, তোমাদের অন্তরগুলো মরে গেছে। ফলে তোমাদের দোয়া কবুল হয় না।

অন্তর মরে যাওয়ার ১০টি কারণ-

১. তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তার হক আদায় করোনি।

২. তোমরা বলে থাক যে, তোমরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসো। কিন্তু তার সুন্নত ও আদর্শকে পরিত্যাগ করেছ।

৩. তোমরা কুরআন পাঠ করেছ কিন্তু তদনুযায়ী আমল করোনি।

৪. তোমরা আল্লাহর নেয়ামত ভোগ করছ প্রতিনিয়ত, কিন্তু তার শুকরিয়া আদায় করোনি।

৫. তোমরা বলেছ যে, শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছ সমসময়।

৬. তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জান্নাত সত্য, কিন্তু তার জন্য আমল করোনি।

৭. তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জাহান্নাম সত্য, কিন্তু তা থেকে আত্মরক্ষার ব্যবস্থা করোনি।

৮. তোমরা স্বীকার করেছ যে, মৃত্যু অবধারিত সত্য। কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করোনি।

৯. ঘুম থেকে জেগেই তোমরা অন্যের দোষ-ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করেছ, কিন্তু নিজের দোষের কথা বেমালুম ভুলে গেছ।

১০. তোমরা তোমাদের মৃতদের দাফন করেছ কিন্তু তাদের থেকে শিক্ষা নাওনি। (তাফসিরে কুরতুবি : ২/২০৮; হিলয়াতুল আওলিয়া : ৬/২৫৪)

এ জাতীয় আরো সংবাদ

মু’মিন নারীর সাতটি গুণ

নূর নিউজ

তিনি এলেন, বদলে দিলেন পৃথিবী

নূর নিউজ

তায়াম্মুমের সময় হাতে আংটি থাকলে মাসাহ করার বিধান

নূর নিউজ