আইসিইউতে দীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমদ, দোয়া কামনা 

দীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান ও আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের নির্বাহী পরিচালক মুফতি সালমান আহমেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই আলেম বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

তার দ্রুত সুস্থ হওয়ার বিষয়ে দোয়া চেয়েছেন পরিবার ও স্বজনেরা। নানামুখী কর্ম তৎপরতায় সর্বদাই দ্বীনের জন্য মেহনত করেন এই আলেম। রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া দীনিয়াত বাংলাদেশ বোর্ডের অনুসরণে সারাদেশে অসংখ্য মাদ্রাসা পরিচালিত হচ্ছে। সেসবের দায়িত্ব পালন করছেন তিনি।

মুফতি সালমান আহমাদের অন্যতম দ্বীনি কাজগুলোর মধ্যে একটি হলো, বধিরদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি। রাজধানী ঢাকার মাতুয়াইলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বধিরদের জন্য মাদ্রাসার পরিচালক করছেন তিনি। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বধির পবিত্র কোরআন শিখতে আসেন।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে মাসব্যাপী সাড়ে ৪ হাজার প্রবাসীদের মাঝে আল নুর কালচারাল সেন্টারের ইফতার বিতরণ

নূর নিউজ

কাতারে জাতীয় ক্রীড়া দিবসে প্রবাসীদের প্রতি আল নূর কালচারাল সেন্টারের আহ্বান

নূর নিউজ

একুশের এ মাসে হারিয়েছিলাম মাওলানা আবদুর রবকে (রহ.)

নূর নিউজ