বিএনপির নেতা ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধান উপদেষ্টা কাছে স্মারকলিপি প্রদান

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের মাধ্যমে দোহা’র বাংলাদেশ দূতাবাসে ১৭ই এপ্রিল ২০১২ ইং সালে রাতে ঢাকার বাসায় ফেরার পথে তৎকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের গণমানুষের নেতা জনাব এম. ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি পেশ করেছে সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রবাসীরা

ওসমানী নগর উপজেলা বিএনপির উপদেষ্টা ও কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি আহমদ নবী নোমান ও সাধারণ সম্পাদক সিয়াম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের কাছে তাদের স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, ফোরামের সিনিয়র সহ সভাপতি আব্দুরব, সহ-সভাপতি হাসান আহমদ, ও ফয়েজ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক নাহিদ আহমদ, কাতার যুবদল নেতা সেলিম খাঁন ও স্বেচ্ছাসেবক দল নেতা আতিক আসলাম আরও অনেকে।

ফোরামের নেতৃবৃন্দ অচিরেই ইলিয়াস আলীকে প্রধান উপদেষ্টার কাছে ইলিয়াস আলীর সন্ধান চান। তারা আশা করেন ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার ইলিয়াস আলী সহ বিগত সরকারের হাতে গুম হওয়া সকল রহস্যের সঠিক সত্য দেশবাসীর কাছে উন্মোচন করবেন।

রাষ্টদূত মো, নজরুল ইসলাম স্মারকলিপিটি প্রধান উপদেষ্টাসহ অনুলিপিতে উল্লিখিত মন্ত্রণালয় ও গুম কমিশনে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন ফোরামের নেতৃবৃন্দকে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে আল নূর সেন্টার কর্তৃক পেয়ার মুহাম্মাদকে বিদায়ী সংবর্ধনা

নূর নিউজ

১৭২ বাংলাদেশি আটক মালয়েশিয়ায়

নূর নিউজ

বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীম আমাদের রত্ন : আল নুর কালচারাল সেন্টার

নূর নিউজ