কাতারে দুইদিন ব্যাপী ‘গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন সম্পন্ন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

প্রবাসী বাংলাদেশীদের মাদকতা ও স্যোশাল মিডিয়ার আসক্তি থেকে মাঠে ফিরিয়ে আনতে  কাতারের রাজধানী দোহার অদূরে আইন খালেদ এলাকায় ব্রিটিশ স্কুলের মাঠে  গতকাল রাত ৯ টায়  সিলেটের কানাইঘাট প্রবাসী তরুণদের সংগঠন  বন্ধু মহল ফুটবল একাদশ আয়োজিত দুইদিন ব্যাপী  ‘গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু।

১৬টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে  উদ্বোধনী ম্যাচ খেলে চট্টগ্রাম একাদশ ও মদিনা মুররা একাদাশ।

বন্ধু মহল ফুটবল একাদশের  সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুহেল আহমদ। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়ির সহ-সভাপতি হাবিবুর রহমান ও কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক।জালালাবাদ এসোসিয়েশনের  সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ নবী নোমান, অর্থ-সম্পাদক রেজাউল করিম রেজু, তথ্য  ও গবেষণা সম্পাদক আতিক আসলাম ও সদস্য এম, সাইফুর তালুকদার. মোক্তার তালুকদার, খালেদ আহমদ, ইকবাল  হোসেন ও আব্দুল্লাহ জাকারিয়া । এসময় উপস্থিত ছিলেন  বন্ধু মহল ফুটবল একাদশের সহ-সভাপতি  শাহিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ।

খেলা শুরুর আগে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন ও বন্ধুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য তাদের আহবান জানান।

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে  পরিচালনায় ছিলেন ইসা মিয়া, কাবা, আদনান, ফজলু , লোকমান, কামরান, নাঈম, সারোয়ার, জুবের ও রায়হান।

সংগঠনের  উপদেষ্টমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন  আবু তাহির , সালিক, খালেদ, রফিক, বিলাল, সুহেল, আলী হোসেন, শামিম, আম্বিয়া, আরশ আলী, মোস্তাক, এবাদ, মন্নান,কাশিম ও সুলতান।

শুক্রবার রাত রাত ৮টায় সেমিফাইনাল ও পরে ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আয়োজকরা সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করার জন্য কাতার প্রবাসী বাংলাদেশীদের আহবান জানান।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী কাতার

নূর নিউজ

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বাংলাদেশি নাগরিকরা

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন

আলাউদ্দিন