টিএসসিতে মেয়েদের নামাজের জায়গা উদ্বোধন করলেন ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে পুরুষের পাশাপাশি মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা বহু দিনের দাবি ছিল। এরই প্রেক্ষিতে অবশেষে টিএসসি অডিটোরিয়ামের উত্তর পাশে মেয়েদের জন্য নামাজের জায়গা উদ্ধোধন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এটি উদ্ধোধন করেন। গ্রীন ফিউচার ফাউন্ডেশন উক্ত কাজটি নিজস্ব অর্থায়নে করে দিয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের সংগঠক তাবাসসুম নুপা বলেন, আমরা শুধু স্মারকলিপি প্রদান করেই ক্ষান্ত ছিলাম না। দফায়-দফায় প্রশাসনের সাথে মিটিং এবং এই কাজের সাথে সংশ্লিষ্টদের তাগাদা দেওয়ার কাজটি করে যাচ্ছিলাম বিগত দুই মাস ধরে। অবশেষে আজকে প্রথম নামাজ পড়ার মাধ্যমে অন্তরে যে প্রশান্তি অনুভব করছি, তা বলার মতো নয়।

স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বলেন, টিএসসিতে নামাজের জায়গার দাবিটা একটা গণদাবিতে পরিণত হয়েছিলো। এর আগে বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা সফল হতে পারিনি। ডিসেম্বরের শুরুতে তাই আটঘাট বেঁধেই নামি, যেভাবেই হোক এটাকে সফল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গ্রীন ফিউচার ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের উদ্যোগটি এভাবে সফলতার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য। স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ শিক্ষার্থীদের প্রয়োজনে এমন আরো কিছু উদ্যোগ নিয়েছে ও নিচ্ছে। আশা করি সেগুলোতেও প্রশাসনকে এভাবে পাশে পাব।

উল্লেখ্য, গত ০৩ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের পক্ষ থেকে টিএসসিতে মেয়েদের জন্য নামাজের জায়গা বরাদ্দ চেয়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে টিএসসি ডিরেক্টর অফিস থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকৌশল বিভাগ থেকে দরপত্র আহ্বান করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিনের সাক্ষাৎ

নূর নিউজ

সাগরতলে অ্যাকুরিয়াম তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নূর নিউজ

কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও ৭ দিন

আনসারুল হক