এক নজরে রমাদান মাসে সংগঠিত ঐতিহাসিক ঘটনাবলী

মানবসৃষ্টিলগ্ন থেকই পবিত্র রমাদান মাসে সংঘটিত হয়েছে অসংখ্য ঘটনা। যা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। এর কিছু তুলে ধরা হলো আজকের আয়োজনে।
১ রমাদান:
ক. রাসূলুল্লাহ (সা.)-এর নবুওয়াত লাভ।
খ. ইবরাহীম (আ.) সহীফাপ্রাপ্ত হন।
গ. রাসূলুল্লাহ (সা.) কর্তৃক যাইনাব বিনতে খুযাইমা রা.কে বিয়ে করেন।
ঘ. সালাতুল ইসতিসকা প্রচলন প্রচলন শুরু হয়।
২ রমাদান:
ক. মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা।
খ. কায়রোয়ান শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন।
গ. আব্বাসী খিলাফাতের গোড়াপত্তন।
ঘ. আসকালান শহর ধ্বংসকরণ।
৩ রমাদান:
ক. ঐতিহাসিক এই দিনে রাসূলুল্লাহ (সা.) বদর যুদ্ধের জন্য বের হন।
খ. হযরত ফাতিমা (রা.)-এর ইন্তেকাল করেন।
৪ রমাদান:

সিইফুল বাহার অভিযান।
৫ রমাদান:
ক. আব্দুর রহমান আদদাখিলের জন্ম।
খ. সালাহউদ্দিন আইয়ুবীর নির্দেশে নৌবাহিনী গঠন।
৬ রমাদান:
ক. আমুরিয়া বিজয়।
খ. মুহাম্মাদ ইবন কাসিমের সিন্ধু বিজয়।
৭ রমাদান:
ক. রমাদানের ছয়দিন অতিবাহিত হলে (৭ রমাদান) মূসা (আ.)-এর ওপর তাওরাত নাযিল হয়।
খ. ঐতিহাসিক আল-আযহার মসজিদ উদ্বোধন।
৮ রমাদান:
তাবুক যুদ্ধ:
৯ রমাদান:

সিসিলি দ্বীপপুঞ্জ বিজয়:
১০ রমাদান:
ক. হযরত খাদিজা (রা.)-এর ইন্তেকাল:
খ. আব্দুল্লাহ ইবন মুবারক রহ.-এর ইন্তেকাল
গ. মিসরে ইয়াহুদীদের ওপর মুসলিমদের বিজয়:
১১ রমাদান:
হযরত সাঈদ ইবন জুবায়ের (রা.)-এর শাহাদাত:
১২ রমাদান:
ক. ৫৯৭ হিজরীর এই দিনে ইমাম আবুল ফরয ইবন জাওযী রহ. ইন্তিকাল করেন।
খ. ২৫৪ হিজরীর ১২ রমাদান মিসরের রাজা আহমদ ইবন তুলুন ইরাক থেকে মিসরে প্রবেশ করেন।
১৩ রমাদান:
ক. উমার ইবনুল খাত্তাব (রা.) কর্তৃক বাইতুল মুকাদ্দাস বিজয়:
১৫ হিজরীর ১৩ রমাদান, ১৮ অ‽ক্টাবর ৬৩৬ খ্রিস্টা‽ব্দ উমার (রা.) ফিলিস্তি‽ন আগমন ক‽রন এবং
বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ ক‽র।
১৪ রমাদান:
ক. ১৩ রমাদান অতিবাহিত হলে (১৪ রমাদান) ঈসা (আ.)-এর ওপর ইঞ্জিল নাযিল হয়।
১৫ রমাদান:
ক. হযরত হুসাইন ইবন আলী (রা.)-এর জন্মগ্রহণ:
খ. ৩৭ হিজরীর ১৫ রমাদান উবাইদুল্লাহ ইবন উমার ইবন খাত্তাব (রা.) ইন্তেকাল  করেন।
১৬ রমাদান:
৮৪৫ হিজরীর ১৬ রমাদান, ২৭ জানুয়ারী ১৪৪২ সালে ইতিহাসবিদ আহমদ ইবন আলী আল-মাকরীযী
রহ. ইন্তেকাল  করেন।
১৭ রমাদান:
ক. ঐতিহাসিক বদরের যুদ্ধ ও মুসলমানের প্রথম যুদ্ধ বিজয়।
খ. উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-এর ইন্তেকাল।
ঘ. সর্বপ্রথম হাদীস সংকলনকারী মুহাম্মাদ ইবন শিহাব যুহরী রহ.-এর ইন্তেকাল
ঙ. কুরআনের প্রথম পাঁচ আয়াত নাযিল হয়ে নবুওয়তের সূচনা হয়।
১৮ রমাদান:
ক. খালিদ ইবন ওয়ালিদ (রা.)-এর ইন্তেকাল:
২১ হিজরীর ১৮ রমাদান, ২০ আগস্ট ৬৪২ খ্রিস্টা‽ব্দ হযরত খালিদ ইবন ওয়ালিদ (রা.) ই‽ন্তকাল ক‽রন।
খ. হযরত হাসান ইবন আলী (রা.)-এর খিলাফত লাভ:
৪০ হিজরীর ১৮ রমাদান, ২৪ জানুয়ারি ৬৬১ হযরত হাসান ইবন আলী (রা.) খিলাফ‽ত অধিষ্ঠিত হন।
১৯ রমাদান:
১৩৭৫ হিজরীর ১৯ রমাদান, ৩০ এপ্রিল ১৯৫৬ সালে তিউনিশিয়ায় বিশ্ববিখ্যাত যাইতুনাহ বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠিত হয়।
২০ রমাদান:
ক. মক্কা বিজয়:
৮ম হিজরীর ২০ রমাদান ৬২৯ খ্রিস্টাব্দে ১০ হাজার বীর সেনানী সাহাবী নিয়ে রাসূল (সা.) বিনা যুদ্ধে
মক্কা বিজয় করেন।
খ. কায়রোয়ান মসজিদ নির্মাণ:
২১ রমাদান:
ক. হযরত ঈসা (আ.)কে আসমানে উত্তোলন:
কল্যাণ ও বরক‽তর এদিনে নবী হরযত ঈসা (আ.)কে আল্লাহ তা‘আলা আসমানে তুলে নেন।
খ. আলী (রা.)র শাহাদাত বরণ:
হযরত আলী (রা.) ২১ রমাদান সকা‽ল শাহাদাত বরণ ক‽রন।
২২ রমাদান:
ক. তায়েফ বিজয়:
৮ম হিজরীর ২২ রমাদান, ১২ জানুয়ারী ৬৩০ খ্রিস্টা‽ব্দ রাসূলুল্লাহ (সা.)তায়েফ বিজয় লাভ করেন।
খ. ইমাম ইবন মাজাহ রহ. এর ইন্তেকাল
২৩ রমাদান:

৯ হিজরীর ২৩ রমাদান ৬৩১ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশে আরবের বিখ্যাত ‘লাতদ্ধ মূর্তি
ধ্বংস করা হয়।
২৪ রমাদান:
আমর ইবন ‘আস মসজিদ নির্মাণ:
২৫ রমাদান:
ক. মহাগ্রন্থ আল কুরআন নাযিল:
রমাদান মাসেই কদরের রাতে নাযিল হয় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব ‘আল
কুরআন।
খ.‘আইন জালুত বিজয়:
গ. ৫৪৪ হিজরীর ২৫ রমাদান, ২৬ জানুয়ারী ১১৫০ খ্রিস্টাব্দে বিশিষ্ট মুফাসসির ও ফকীহ ‘ফখরুদ্দিন রাযী
রহ. জন্মগ’হণ ক‽রন।
২৬ রমাদান:
ক. তাবুক যুদ্ধ শেষে প্রত্যাবর্তন:
খ. ৮০৮ হিজরীর ২৬ রমাদান, ১৬ মার্চ ১৪০১ খ্রিস্টাব্দে বিখ্যাত ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানী আব্দুর
রহমান ইবন খালদূন মারা যান।
২৭ রমাদান:
ক. হাজ্জাজ ইবন ইউসুফের মৃত্যু
৯৫ হিজরীর ২৭ রমাদান অত্যাচারী শাসক হাজ্জাজ ইবন ইউসুফ আস-সাকাফী মৃত্যু বরণ ক‽রন।
খ. মুসলিমদের জার্মান বিজয়:
১১০৭ হিজরীর ২৭ রমাদান, ২০ এপ্রিল ১৬৯৬ খ্রিস্টা‽ব্দ উসমানী শাসনামলে মুসলিম বাহিনী জার্মান
বাহিনীর ওপর বিজয় লাভ করেন।
২৮ রমাদান:
ক. সাকিফ গোত্রের ইসলাম গ্রহণ:
৯ম হিজরীর ২৮ রমাদান, ১ জানুয়ারী ৬৩১ খ্রিস্টা‽ব্দ তা‽য়‽ফর সাকিফ ‼সা‽ত্রর প’তিনিধিদল মদীনায়
এ‽স রাসূলুল্লাহ (সা.)-এর হা‽ত ইসলাম গ্রহণ ক‽রন। রাসূলুল্লাহ (সা.) তা‽দর‽ক উষ্ণ সংবর্ধনা জানান
এবং অত্যন্তআনন্দিত হন।
খ. সাদাকাতুল ফিতর ওয়াজিব:
২য় হিজরীর ২৮ রমাদান আল্লাহ তা‘আলা মুসলিমদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব করেন।
গ. স্পেনে ইসলামের বিজয়
২৯ রমাদান:
ক. কায়রোয়ান শহর নির্মাণ:
৪৮ হিজরীর ২৯ রমাদান, ৯ ন‽ভম্বর ৬৬৮ খ্রিস্টা‽ব্দ বিশিষ্ট সাহাবী ‘উকবা ইবন না‽ফ‘ (রা.)-এর
নি‽র্দ‽শ বিখ্যাত কায়‽রায়ান শহর নির্মাণ করা হয়।
খ. সাহাবী হযরত আমর ইবন ‘আস (রা.)-এর ইন্তেকাল
৪৩ হিজরীর ৩০ রমাদান ‼মাতা‽বক ৬৬৪ খ্রিস্টা‽ব্দ আমর ইবন ‘আস (রা.) ই‽ন্তকাল ক‽রন।
৩০ রমাদান:
ইমাম বুখারী রহ.-এর ইন্তেকাল:
২৫৬ হিজরীর ৩০ রমাদান, ৩১ আগস্ট ৮৬৯ খ্রিস্টাব্দে মুহাম্মাদ ইবনে ইসমাইল আল-বুখারী রহ.
ইন্তিকাল করেন।

এ জাতীয় আরো সংবাদ

হজ নিয়ে এ সপ্তাহের জুমার বয়ানে যা বললেন আল্লামা রাব্বানী

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদ মাদরাসায় মুফতি শহিদুল ইসলাম রহ. এর জন্য দোয়া

নূর নিউজ

এখন থেকে হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না

নূর নিউজ