পবিত্র রমজান উপলক্ষে কাতারের রাজধানী দোহার ওয়াসিস বীচ হোটেলে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সমিতির ইফতার ও দোয়া মাহফিল।
কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, সংগঠন সভাপতি মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি ইসমাইল মনসুর। রমজানের করণীয় ও বর্জনীয় আমল ও যাকাত বিষয়ে আলোচনা করেন হামাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর সামসুল আরেফিন জিলানী।
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ শাহাজান, কমরেড ইসলাম, সহ-সভাপতি লায়ন মইন উদ্দীন। দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন করেন মাওলানা জামাল উল্লাহ।