নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন প্রত্যাখ্যান ও কমিশন বাতিলের দাবি

নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে পেশকৃত প্রতিবেদনকে প্রত্যাখ্যান ও বর্তমান কমিশনকে বাতিল করে পুনর্গঠনের দাবি জানিয়েছে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ।

আজ ১৯ এপ্রিল’ ২৫, শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির শাইখুল হাদীস ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক পেশকৃত কিছু সুপারিশ গভীরভাবে ইসলামবিরোধী, জাতীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি অবমাননাকর এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর সরাসরি আঘাত। বিশেষত মুসলিম পারিবারিক আইন বাতিলের প্রস্তাব, অভিন্ন পারিবারিক আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা, জাতিসংঘের CEDAW সনদের বাস্তবায়নের দাবি এবং নারী-পুরুষকে অভিন্নভাবে দেখার মত সুপারিশগুলো স্পষ্টভাবে ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই— বর্তমান নারী কমিশন ইসলাম ও দেশের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই এই কমিশন বাতিল করে ইসলামী মূল্যবোধ ও শরিয়াভিত্তিক নীতির আলোকে একটি নতুন নারী কমিশন পুনর্গঠন করতে হবে। দেশের কোটি কোটি মুসলিম নারী-পুরুষের বিশ্বাসকে উপেক্ষা করে কোনো আইন বা কমিশন গঠনের চেষ্টাকে আমরা কোনোভাবেই মেনে নেব না।

ড. ফারুকী বলেন, আমরা সরকারকে স্পষ্টভাবে সতর্ক করে বলেন— দ্রুত সময়ের মধ্যে এই কমিশনের ইসলামবিরোধী সুপারিশ বাতিল এবং নতুনভাবে কমিশন গঠনের উদ্যোগ না নিলে সারাদেশে প্রতিবাদ ছড়িয়ে পড়বে। লাখো মসজিদে এ নিয়ে বয়ান হবে, সকল ইসলামপন্থী ও ধর্মপ্রাণ জনগণ রাস্তায় নামবে। সরকার জনগণের ঈমানি প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং একটি ভয়াবহ গণবিস্ফোরণের আশঙ্কা দেখা দেবে।

দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির বলেন— ইসলামের দুশমনদের কোনো অপচেষ্টা এদেশে টিকবে না ইনশাআল্লাহ। ইসলামী শরিয়া আমাদের রক্ষাকবচ, এই রক্ষাকবচে হাত দিলে কঠোরহস্তে মোকাবেলা করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

মুক্তি পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

নূর নিউজ

ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ডলার দেবে জাপান

নূর নিউজ

তীব্র তাপদাহে মাদরাসা বন্ধের ঘোষণাটি ভুয়া; জানাল বেফাক

নূর নিউজ