‘ভারতীয় দূতাবাস অভিমুখে আগামীকালের গণমিছিল সফল করুন’

ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে আগামীকালের ২৩ এপ্রিল, বুধবার, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাদ জোহর ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে আহুত গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী সফল করার আহবান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ (২২এপ্রিল) এক বিবৃতিতে দলের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা ভারতের সাম্প্রতিক ওয়াকফ বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বের উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করি। এ আইন মুসলমানদের পবিত্র ধর্মীয় সম্পদ হরণের মাধ্যমে ভারতীয় মুসলিমদের মৌলিক অধিকার কেড়ে নেয়ার একটি ষড়যন্ত্র। একইসাথে ভারতে মুসলিম নির্যাতনের ধারাবাহিকতা বিশ্ব বিবেককে উদ্বিগ্ন করে তুলেছে।

তারাঁ বলেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে জানিয়ে দিতে চায় যে, এ ধরনের বৈষম্যমূলক আইন ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আমরা আন্তর্জাতিক মহল ও বাংলাদেশ সরকারকে আহবান জানাই—ভারতের এ নীতির বিরুদ্ধে কূটনৈতিকভাবে তৎপর হোন এবং নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ান।

বিবৃতিতে নেতৃদ্বয়, দেশবাসী, আলেম-ওলামা, তৌহিদী জনতা ও ইসলামী অনুভূতিসম্পন্ন সকল নাগরিকসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিবাদকে শক্তিশালী করার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

সন্ত্রাসী ইসরায়েলকে থামানো না গেলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না-ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

দেশবাসীকে চরমোনাই পীরের ঈদুল ফিতরের শুভেচ্ছা

আনসারুল হক

আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালে কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের শোক প্রকাশ

আলাউদ্দিন