নারী বিষয়ক সংস্কার ইস্যুতে ৩০ এপ্রিল পয়ামে ইনসানিয়াতের গোলটেবিল

সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়ার মতো সুপারিশগুলো নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। এসব সুপারিশকে ‘কুরআন ও হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে বিস্ময়, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন আলেম সমাজ, ইসলামিক স্কলার ও সমাজ সচেতন ব্যক্তিবর্গ।

এই গভীর উদ্বেগের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতি ও সমাজিক সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ ৩০ এপ্রিল, বুধবার, বিকাল ৩টায় পল্টন তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে “নারী স্বাধীনতার দাবির আড়ালে পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র” শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

এ প্রসঙ্গে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, “মুসলমানদের ঈমান-আকীদা, চারিত্রিক ও নৈতিক মূল্যবোধ এবং সমাজ ও পরিবার ব্যবস্থা—পশ্চিমা ভাবধারার কাছে সবচেয়ে বড় বাধা ও আশঙ্কার কারণ। তাই তারা আমাদের সমাজ, পরিবার ও সংস্কৃতির ভিত নড়বড়ে করতে নারীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমাদের অন্ধ অনুসারী একদল বিশেষ শ্রেণির নারীবাদীকে সামনে রেখে আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধন ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে। নারীর স্বাধীনতা ও অধিকার নয়—বরং তার স্বকীয়তা, মর্যাদা ও নিরাপত্তা কেড়ে নেওয়ার চেষ্টাই আজ বাস্তবতা। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালায় আমরা সে ষড়যন্ত্রের নগ্ন রূপ প্রত্যক্ষ করেছি। ধর্মীয় অনুশাসন, বিয়ে-বন্ধন, নৈতিকতা ও চরিত্র—সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে দেওয়ার দুর্ভাগ্যজনক প্রয়াস চালানো হয়েছে। এই ভয়াবহ প্রেক্ষাপটে করণীয় নির্ধারণ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা এ গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছি। এ বৈঠকে উপস্থিত থাকবেন—দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, গবেষক, চিন্তাবিদ ও সমাজ সচেতন ব্যক্তিবর্গ।”

আমিরে পয়ামে ইনসানিয়াত ড. শহীদুল ইসলাম ফারুকী এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য ইসলামিক স্কলার ও সমাজ সচেতন ব্যক্তিবর্গেট প্রতি উদাত্ত্ব আহবান জানিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

বিশ্ব ইজতেমার ইতিকথা

নূর নিউজ

কেন বাড়ছে বিবাহবিচ্ছেদ? কারণ ও প্রতিকার

আনসারুল হক

জয়যাত্রার কার্যালয় থেকে স্যাটেলাইট টিভির সরঞ্জাম জব্দ

আনসারুল হক