অচিরেই সব রায় বাংলায় দেওয়া হবে : প্রধান বিচারপতি

অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷ এ সময় তার সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে৷ যার জন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি৷ সেটি ইতোমধ্যেই তার কাজ শুরু করেছে৷

তিনি আরও বলেন, ‘গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি৷ যার ফলে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব৷’

এর আগে প্রধান বিচারপতির সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাঁরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ জাতীয় আরো সংবাদ

দেশে কারো ন্যুনতম নিরাপত্তা নেই: মির্জা ফখরুল

আলাউদ্দিন

ওমরা পালনে সপরিবারে মক্কায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক

নূর নিউজ

ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

নূর নিউজ