অপসংস্কৃতির ফেতনা থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

মুসলমানরা নানা রকম অনৈসলামিক ফেতনা ফাসাদে জর্জরিত। দুনিয়ার সব ধরনের ফেতনা ফাসাদ ও অনৈসলামিক কার্যকলাপই মুসলিম উম্মাহর জন্য ক্ষতিকর। এ সব ফেতনা ও অনৈসলামিক কর্মকাণ্ড থেকে মুক্ত থাকা এবং আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা উম্মাতে মুহাম্মাদির জন্য একান্ত আবশ্যকীয় কর্তব্য।

আল্লাহ তাআলা কুরআনুল কারিমের এ বিষয়ে আয়াত নাজিল করে তাঁর নিকট ক্ষমা প্রার্থনার জন্য মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করেছেন। ফেতনা ফাসাদ ও অনৈসলামিক কার্মকাণ্ড থেকে মুক্ত থাকতে কুরআনে আয়াতটি তুলে ধরা হলো-

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ, رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

উচ্চারণ : রাব্বানা আ’লাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাছির। রাব্বানা লা তাঝআ’লনা ফিতনাতাল লিল্লাজিনা কাফারু ওয়াগফিরলানা রাব্বানা ইন্নাকা আংতাল আ’যিযুল হাকিম। (সুরা মুমতাহিনা : আয়াত ৪-৫)

অর্থ : ‘হে আমাদের প্রভু! আমরা তোমার ওপরই ভরসা করেছি, তোমার দিকেই মুখ করেছি এবং তোমার দিকেই আমাদের ফিরে যেতে হবে। হে আমাদের প্রভু! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! তুমি আমাদের ক্ষমা কর, নিশ্চয়ই তুমি মহা শক্তিধর ও প্রজ্ঞাময়।’

দুনিয়ার সব অপসংস্কৃতি ও ফেতনা ফাসাদ থেকে মুসলিম উম্মাহর ঈমান-আমল ঠিক রাখা অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর সাহায্য লাভে উল্লেখিত দোয়া পড়ার তাওফিক দান করুন। দুনিয়ার সব ধরনের অপসংস্কৃতি ও অকল্যাণ থেকে মুক্ত রাখুন। আমিন।

এ জাতীয় আরো সংবাদ

ঘুমানোর পূর্বে যে আমল করতে বলেছেন নবীজী (সা.)

নূর নিউজ

শবে কদর তালাশের আহ্বান জানালেন হেফাজত মহাসচিব

নূর নিউজ

ব্যভিচার কতটা মারাত্মক? কোরআনে যা বলা হয়েছে

নূর নিউজ